২০১৭ সালের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট পুনরায় গণনার পর ফলাফলে বেশ কিছু পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন আপিল বোর্ডের চেয়ারম্যন নাসিরুদ্দিন দিলু। মঙ্গলবার বিকেলে তিনি এ তথ্য জানান।
নাসিরুদ্দিন দিলু জানান, পুনরায় ভোট গণনার পর নির্বাচনের ফলাফলে কিছুটা পরিবর্তন এসেছে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়া প্রার্থী ওমর সানি আগে পেয়েছিলেন ১৫৩ ভোট। এখন ৯ ভোট বেড়ে তার ভোট সংখ্যা দাঁড়িয়েছে ১৬২।
এছাড়া ৩৪২ ভোট পেয়ে কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন সুশান্ত। পুনরায় ভোট গণনার পর দেখা যায়- তিনি পেয়েছেন ২২৫ ভোট। এদিকে ২৫১ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নানা শাহ। পুনরায় গণনার পর নানা শাহ ২৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তবে এ নিয়ে সুশান্ত কোনো আপত্তি জানাননি।
এ ছাড়াও কার্যনির্বাহী পরিষদের বেশ কজন সদস্যের প্রাপ্ত ভোটের পরিবর্তন হয়েছে। যেমন- আক্তারের পক্ষে ১০ ভোট বেড়ে হয়েছে ১৭১, আলীরাজের ৩০৩ থেকে ১০ ভোট কমে ২৯৩, ফেরদৌসের ১৭ ভোট বেড়ে ২৭৮ ও যুবরাজের ৬ ভোট বেড়ে ২৬ হয়েছে। পুনর্গণনায় ভোট কম-বেশি হলেও এসব সদস্য কমিটিতে আগের অবস্থানেই আছেন।
এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন ওমর সানি। গত ৭ মে এই নির্বাচন ও ফলাফল বাতিলের লিখিত আবেদন করেন তিনি। তারই পরিপ্রেক্ষিতে নির্বাচন আপিল বোর্ড গতকাল পুনরায় ভোট গণনা করে।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত নতুন কমিটির সদস্যরা হলেন- সভাপতি : মিশা সওদাগর, সাধারণ সম্পাদক: জায়েদ খান, সহসভাপতি : রিয়াজ ও নাদের খান, সহসাধারণ সম্পাদক: আরমান, সাংগঠনিক সম্পাদক: সুব্রত, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক: মামনুন ইমন, দপ্তর ও প্রচার সম্পাদক : জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: জাকির হোসেন, কোষাধ্যক্ষ: কমল, কার্যনির্বাহী পরিষদের সদস্য অঞ্জনা, পপি, পূর্ণিমা, ফেরদৌস, মৌসুমী, আলীরাজ, জেসমিন, নাসরিন, রোজিনা, নানা শাহ ও সাইমন সাদিক।
বিডি প্রতিদিন/ ৯ মে ২০১৭/ ই জাহান