বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর তার বিয়ের জন্য মেয়ে দেখছেন! সম্প্রতি মা নীতু কাপুরের সঙ্গে লন্ডন গিয়েছিলেন রণবীর। সেখানেই নাকি মেয়ে দেখার কাজটি সেরেছেন তারা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, ‘লন্ডন যাওয়ার কারণ এ অভিনেতার (রণবীর কাপুর) বিয়ের জন্য লন্ডনের এক অভিজাত পরিবারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে হতে পারে। যদিও এখনো কিছুই চূড়ান্ত হয়নি। সময় হলেই সব জানা যাবে।’
এদিকে অনেক আগে থেকেই বলিপাড়ায় রণবীর কাপুরের প্রেম নিয়ে অলোচনা চলছে। শোনা যায়, সিনেমায় তার সহ-অভিনেত্রী সোনম কাপুরের সঙ্গে প্রথম দিকে তার প্রেম হয়। এরপর দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেম করেছেন এ অভিনেতা। দীপিকার সঙ্গে ব্রেকআপের পর ক্যাটরিনা কাইফের প্রেমে মজেছিলেন তিনি। প্রায় সাত বছর প্রেম করার পর গত বছর জানুয়ারিতে ব্রেকআপ হয় এ জুটির।
সাওয়ারিয়া সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এই অভিনেতা বর্তমানে সঞ্জয় দত্তের বায়োপিক নিয়ে ব্যস্ত। সিনেমাটি পরিচালনা করছেন রাজকুমার হিরানি। এতে আরো অভিনয় করছেন সোনম কাপুর, আনুশকা শর্মা, দিয়া মির্জা, মনীষা কৈরালা, কারিশমা তান্না, পরেশ রাওয়াল প্রমুখ।
বিডি প্রতিদিন/১০ মে ২০১৭/হিমেল