পবিত্র শবে বরাত উপলক্ষে রেডিও ক্যাপিটাল ৯৪.৮ এফএম এর বিশেষ আয়োজন 'আলোকিত রজনী'তে আসছে জনপ্রিয় ইসলামী সংগীতদল কলরব।
মুহাম্মদ বদরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে হামদ নাত ও ইসলামী সংগীত পরিবেশন করবেন তারা।
এছাড়াও অনুষ্ঠানে শবে বরাতের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করবেন একজন ইসলামী বিশেষজ্ঞ। আগামী বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা থেকে একটা পর্যন্ত দুই ঘণ্টাকব্যাপী এই অনুষ্ঠানটি 'ক্যাপিটাল এফএম'-এ শুনতে পারবেন। পাশাপাশি শ্রোতারা নিম্নের নম্বরে 55036659 ফোনকলের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৭/মাহবুব