শিরোনাম পড়ে চোখ কপালে ওঠার মতোই খবর! আর সেটা না হলে আপনি সিনেমার কোনো খোঁজখবর রাখেন না। মুক্তির প্রথম ৮ দিনেই যে বাহুবলী-২ ছবিটি ১ হাজার কোটি টাকার ব্যবসা করলো, সেই ছবিই কিনা কোটি কোটি টাকার লোকসান গুণছে। কথাটা অবিশ্বাস্য মনে হলেও এক দিক থেকে সত্য।
কারণ ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি, ‘বাহুবলী ২’ ছবিটি প্রচুর পাইরেট কপি পাওয়া যাচ্ছে অনলাইনে। ফলে অনেকে হলে না গিয়ে ঘরে বসেই বিনামূল্যে দেখছেন বিশ্ব চলচ্চিত্রে আলোচিত ছবিটি। এতে কম করেও হলে ১০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।
এদিকে, পাইরেসি ঠেকাতে তামিল ফিল্ম প্রডিউসার কাউন্সিলের পক্ষ থেকে বহু অবৈধ ওয়েবসাইটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৭/মাহবুব