ভারতের মুম্বাই মাতালেন জাস্টিন বিবার। মুম্বাইয়ের ডি ওয়াই পটেল স্টেডিয়াম গতকাল বুধবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ছিল শুধুই বিবারময়। ২৩ বছরের পপ সেনসেশন স্টেজে ঢুকেন আতসবাজির মধ্যে দিয়ে। আর সঙ্গে সঙ্গেই দুলে উঠে ৪৫হাজার দর্শকে ঠাসা স্টেডিয়াম।
হোয়্যার আর ইউ নাও, সরি, বয়ফ্রেন্ড, কোল্ড ওয়াটার, আই উইল শো ইউ- একটার পর একটা গান গাইলেন জাস্টিন। আর প্রতিবারই কেঁপে উঠলেন বিবার ভক্তরা। রাত সাড়ে ৯টা নাগাদ নিজের সেরা গান 'বেবি' গান দিয়ে অনুষ্ঠান শেষ করলেন বিবার। তাঁর সঙ্গে তাল মেলালেন বিবার ভক্তরাও। অনুষ্ঠান শেষে আবেগমথিত গলায় কানাডার তারকা ভারতকে ধন্যবাদ দিয়ে বললেন, তিনি আবার ভারতে আসতে চান।
জাস্টিনের অনুষ্ঠান দেখতে সাধারণ ফ্যানরা ছাড়াও উপস্থিত হয়েছিল প্রায় সারা বলিউড। ছিলেন সপরিবার বনি কাপুর, বিপাশা বসু, করণ সিং গ্রোভার, আলিয়া ভাট, সপুত্র মালায়িকা অরোরা, আরবাজ খান, সস্ত্রীক প্রযোজক ভূষণ কুমার, অয়ন মুখার্জি, রেমো ফার্নানডেজ সহ এক ঝাঁক তারকা।
গ্রাউন্ড, সিলভার, গোল্ড এবং প্ল্যাটিনাম, চার ভাগে ভাগ করা হয়েছিল টিকিটের শ্রেণি। মূল্য ছিল যথাক্রমে ৫,০৪০, ৭,৭০০, ১০,০৮০ এবং ১৫,৪০০ টাকা। অনুষ্ঠানের সঞ্চালিকা ছিলেন হ্যারি পটার সিরিজের অভিনেত্রী এলারিকা জনসন। বিবারের নিরাপত্তায় ছিলেন সালমান খানের একান্ত ব্যক্তিগত দেহরক্ষী শেরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার