ভারতীয় সিনেমার ইতিহাসে সফলতম ছবি ‘বাহুবলী ২’। ভারত ও বিদেশ মিলিয়ে ১০০০ কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে এস এস রাজামৌলি পরিচালিত এই সিনেমা। আক্ষরিক অর্থেই রাজামৌলির এই সিনেমা শুধুমাত্র সিনেমা নেই আর, পরিণত হয়েছে মহাকাব্যে। কল্পনা ও ভিএফএক্স এফেক্টের নিপুণ মিশেল এই সিনেমাকে আপামর ভারতীয় দর্শকদের কাছে জনপ্রিয় করে তুলেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রেও এই সিনেমা নিয়ে চর্চা হচ্ছে। বাংলাদেশ থেকে দর্শকরা এই সিনেমা দেখতে চার্টার্ড ফ্লাইট ভাড়া করে ভারতে গেছে। প্রভাস, রানা দাগ্গুবাতি অভিনীত এই সিনেমাই কিন্তু বেশ কিছু খুঁত বার করেছেন নেটিজেনরা। একটি ভাইরাল ভিডিও-য় ‘বাহুবলী ২’ সিনেমার অন্তত ১৫টি হাস্যকর খুঁত তুলে ধরেছে একটি ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই ওই ভিডিও-য় এক লক্ষেরও বেশি বার দেখে ফেলেছেন নেটিজেনরা। তবে এই খুঁতগুলি সিনেমাটিকে কোনও অংশেই খাটো করতে পারেনি। ভিডিও-টিও নেহাত মজা করে বানানো হয়েছে। সূত্র: সংবাদ প্রতিদিন।
বিডি প্রতিদিন/এ মজুমদার