হিন্দি চলচিত্র জগতে তখনও হাতে খড়ি হয়নি। অভিনয় ক্যারিয়ারের শুরুতে 'ফৌজি' সিরিয়ালে সেনার ভূমিকায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। তারপর যশ চোপড়ার ছবি ‘জাব তক হ্যায় জান’-এ কিং খানকে ফের সেনা অফিসারের ভূমিকায় দেখেছিলেন দর্শকরা। নিজের আসন্ন ছবিতে আবার বলিউড বাদশা ধরা দিতে চলেছেন সেনার চরিত্রে।
১৯৯০ সালে ইরান-কুয়েত যুদ্ধের আবহে কুয়েতে আটকে পড়া ১ লক্ষ ৭০ হাজার ভারতীয়কে ‘এয়ারলিফ্ট’ করে দেশে ফিরিয়ে আনার ইতিহাস তুলে ধরেছিলেন অক্ষয় কুমার। ১৯৬২ ইন্দো-সিনো যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি ‘টিউবলাইট’ নিয়ে বক্স অফিস মাতাতে আসছেন সালমান খান। আর তাদেরই টেক্কা দিতে প্রস্তুত শাহরুখ। রেড চিলিসের প্রযোজনায় এবার বড়পর্দায় ফুটিয়ে তোলা হবে আফ্রিকার অপারেশন 'খুকরি'। সেখানেই ভারতীয় বিমানসেনার কর্মকর্তার ভূমিকায় অভিনয় করবেন কিং খান। সূত্রের খবর, এটিই তার প্রযোজনার সংস্থার সবচেয়ে বড় বাজেটের ছবি হতে চলেছে।
‘বাহুবলী ২’ মুক্তি পাওয়ার প্রায় দু’সপ্তাহ হয়ে গেছে। কিন্তু এখনও বাহুবলী জ্বরে ভুগছেন সিনেপ্রেমীরা। বড়পর্দায় যুদ্ধের দৃশ্য দারুণ মনে ধরেছে সকলের। শাহরুখও সেই ট্রেন্ডে গা ভাসিয়েই যুদ্ধের প্রেক্ষাপটকেই নিজের পরবর্তী ছবির কাহিনি হিসেবে বেছে নিয়েছেন। অপারেশন খুকরির ইতিহাস একবার ঝালিয়ে নেওয়া যাক। ২০০০ সালে পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওনে আরউএফ জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সেই দেশের সরকারের লড়াই শুরু হয়েছিল। সেই সময় শান্তিরক্ষার স্বার্থে রাষ্ট্রসংঘের একাধিক দেশ সেখানে সেনা পাঠিয়েছিল। যেখানে পৌঁছেছিলেন ২২৩ জন ভারতীয় সেনাও। কিন্তু সেখানে আটকে পড়েন তারা। তাচদের উদ্ধার কাজে মেজর হরিন্দর সুদের নেতৃত্বে উড়ে যান ১২০ জন ভারতীয় বিমানসেনা আধিকারিক ও কমান্ডো টিম। সেখানে আটকে পড়া সেনাদের উদ্ধারে সফল হয় তারা।
জানা গিয়েছে, আফ্রিকার সেইসব ঘটনাস্থলেই ছবির শুটিং হবে। তবে ছবিতে কারা অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। চলতি বছর শেষের দিকে মুক্তি পেতে পারে এই বিগ বাজেটের ছবি।
বিডি-প্রতিদিন/ ১১ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১