‘হৃদয়ের ঝড়ে’, ‘নিঝুম রাত’, ‘ভোরের শিশির’ গানগুলো একসঙ্গে গেয়ে সাড়া ফেলে দিয়েছিলেন এলিটা ও মাহাদী। ‘অন্তহীন’ নামে দ্বৈত অ্যালবামে ছিলো গানগুলো। ফের একসঙ্গে গেয়েছেন তারা।
ঈদে বের হবে এলিটা ও মাহাদীর গাওয়া ‘অনুভূতি’ শিরোনামের নতুন গান।
এলিটা বলেছেন, ‘খুব বেশি তো আর গাওয়া হয় না আমার। আর মাহাদীর সঙ্গে কাজের সংখ্যা তো আরও কম। তবে যৌথ গানের বেলায় আমাদের দু’জনের একটা রসায়ন আছে বোধহয়। আমরা যে ক’টি গান গেয়েছি তার প্রতিটি শ্রোতারা উপভোগ করেছেন। এবারের গানটিও তেমনই হবে বলে আশা করছি।’
এদিকে মাহাদী বলেন, ‘লম্বা বিরতির পর আবারও আমরা গাইলাম। বেশ প্রশান্তি লাগলো গানটি করে। এলিটার সঙ্গে গান গাওয়া মানে আমার জন্য বাড়তি পাওনা।’
‘অনুভূতি’ লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন চিরকুট ব্যান্ডের ইমন চৌধুরী। এক্সক্লুসিভলি গানটি শোনা যাচ্ছে জিপি মিউজিক অ্যাপসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে। লিরিক ভিডিও পাওয়া যাবে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে।