অভিষেক কাপুরের ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে সাইফ কন্যা সারার। এতে সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন সারা।
জানা গেছে, বর্তমানে মেয়ের মেন্টর হিসেবে আছেন সাইফপত্নী কারিনা কাপুর। তাই সারার বলিউড অভিষেক নিয়ে যেমন উচ্ছ্বসিত কারিনা তেমনি মেয়ের উপর ভরসাও রাখছেন তিনি।
মেয়ে সারার প্রশংসা করে কারিনা বলেন, ‘সারা অনেক মেধাবী। এটা ওর জিনেই রয়েছে। ও দেখতেও গর্জিয়াস। আমি বিশ্বাস করি, সৌন্দর্য ও মেধা দিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নেবে সারা।’
তবে কারিনা কাপুর চেয়েছিলেন করন জোহরের হাত ধরে বলিউডে অভিষেক হোক সারার। করন ইতিমেধ্যে আলিয়া ভাট, বরুণের মতো তারকাদের ব্রেক দিয়েছেন। কিন্তু সারার মা অমৃতা সিং আপত্তি জানানোর কারণে তা হয়ে উঠেনি।
বিডিপ্রতিদিন/ ১৬ জুলাই, ২০১৭/ ই জাহান