প্রথম সিনেমা 'আয়নাবাজি' দিয়েই চলচ্চিত্র অঙ্গনে হইচই ফেলে দেন অমিতাভ রেজা চৌধুরী। তবে নির্মাণের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরেই জড়িত ছিলেন। এবার নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করছেন শিক্ষার্থীদের সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগে পার্ট টাইম শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন তিনি।
এ নিয়ে অমিতাভ রেজা চৌধুরী গতকাল সোমবার ফেসবুকে লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া আমার হয় নাই। কিন্তু চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগে ছেলেমেয়েদের আমার ১৭ বছরের কাজের অভিজ্ঞতার কিছুটা হলেও যদি কাজে লাগাতে পারি সেটাই যথেষ্ট হবে। বি. দ্র. সিনেমা বানানো থেকে সিনেমা নিয়ে কথা বলতেই বেশি ভালো লাগে।
বিডি প্রতিদিন/১৮ জুলাই, ২০১৭/ফারজানা