জীবনে বৈচিত্র্য পছন্দ করেন। বরাবরই বৈচিত্র্যতার ঢেউয়ে গা ভাসান। আনন্দ খুঁজে পান নিত্য নতুন কাজে। আর আলোচনায় থাকেন ব্যতিক্রমী কিছু কর্মকাণ্ডে। বলছি, প্রিয়তির কথা। এবার নিজ শরীরে চিত্রকর্ম এঁকে আরও একবার আলোচনায় এলেন বাংলাদেশি বংশোদ্ভূত এই মিস আয়ারল্যান্ড। তাও কী না যেন তেন শিল্পকর্ম নয়। যে কর্মটির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লাখ টাকা। শুধু একদিনেই এতো টাকা খরচ হয়েছে ব্যতিক্রমী এই চিত্রকর্মটি প্রিয়তির শরীরে আঁকতে। মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে এমনটাই জানালেন তিনি।
প্রিয়তি বলেন, কেউ কেউ বিষয়টিকে ভুল বুঝেছেন। এমনকি কিছু কিছু মিডিয়ায় দেখলাম একে ট্যাটু হিসেবে উপস্থাপন করা হচ্ছে। অথচ ট্যাটু ও চিত্রকর্মের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমি গর্বিত যে, এ ধরনের একটি কাজে নিজেকে জড়াতে পেরেছি। কারণ আয়ারল্যান্ডের আরও অনেক নামী-দামী তারকা রয়েছে। তাদেরকে এড়িয়ে আমাকে বেছে নেয়ার জন্য সত্যিই আনন্দিত আমি।
একটি বিশেষ ফটোশুটের জন্যই এই চিত্রকর্মটি করা হয়েছে প্রিয়তির শরীরে। বিশেষ এই ফটোশুটটি করেছেন আইরিশ সেলিব্রিটি স্থপতি আলফ্রেড কোচরেন ও তার টিম। আর ছবিটি তুলেছেন নোলেন এবং এডি। বডি পেইন্টিংয়ের আর্টিস্ট ছিলেন জার্মানির বিয়াঙ্কা। এছাড়া ফুলের কারুকাজ সজ্জিত এই পোশাকটি বিশেষভাবে আনা হয়েছে হলিউড থেকে।
বিডি-প্রতিদিন/১৮ জুলাই, ২০১৭/মাহবুব