অভিনয়ের পাশাপাশি কণ্ঠ শিল্পী হিসেবেও জনপ্রিয়তা অর্জন করেছেন ফজলুর রহমান বাবু। সম্প্রতি তিনি ‘গুরু-শিষ্য’ শীর্ষক একটি সিঙ্গেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন। গানটির কথা লিখেছেন এন আই বুলবুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন রবিউল আলম রাকিব।
গানটি প্রসঙ্গে বাবু বলেন, ‘আমরা নিজকে নিয়ে অনেক অহংকার করি। মিথ্যে অহংকারে সৃষ্টিকর্তাকে ভুলে থাকি। কিন্তু একটা সময় আমাদের তার কাছেই ধরা দিতে হয়। বুঝতে পারি ভুল সময়ের মধ্য দিয়ে জীবন কাটিয়ে এসেছি। এই গানটিতে মানব জীবনের সেই চিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে।’
বিডি প্রতিদিন/১৮ জুলাই ২০১৭/হিমেল