চলতি বছরে বলিউডে মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে ন্যতম ছিল শাহরুখের ‘রইস’, বরুণ ধাওয়ান-আলিয়া ভাট অভিনীত ‘বাদ্রীনাথ কি দুলহানিয়া’, হৃত্বিকের ‘কাবিল’ ও ‘বাহুবলী: দ্য কনক্লিউশন’। তবে সব ছবিকে পেছনে রেখে এগিয়ে গেছে প্রভাস অভিনীত ‘বাহুবলী: দ্য কনক্লিউশন’।
তবে বক্স অফিসের শীর্ষে থাকলেও, মানুষের মনে জায়গা করে নেওয়ায় কিন্তু ‘বাহুবলী’-কে পিছনে ফেলে দিয়েছে হৃত্বিকের ‘কাবিল’। চলতি বছরের মাঝখানে এসে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সমীক্ষা চালায় যে, কোন ছবিটি দর্শকদের বিচারে শ্রেষ্ঠ।
সমীক্ষাটির জন্য বক্স অফিসে সফল এমন সাতটি ছবি বেছে নেওয়া হয়। এর মধ্যে ছিল— ‘বাহুবলী: দ্য কনক্লিউশন’, ‘কাবিল’, ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’, ‘হিন্দি মিডিয়াম’, ‘সচিনঃ আ বিলিয়ন ড্রিমস’, ‘দ্য গাজি অ্যাটাক’ এবং ‘ট্র্যাপড’।
এই সাতটি ছবিতে দর্শকের ভোট দেওয়ার ব্যবস্থাও করা হয়। সংবাদমাধ্যমটি আশা করেছিল যে, সব সময়ের মতো এবারেও ‘বাহুবলী’-ই শীর্ষে থাকবে। কিন্তু অদ্ভুতভাবে দেখা যায় ৬৮ শতাংশ ভোট পেয়ে শীর্ষে ‘কাবিল’। ১৭.৮৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ‘বাহুবলী: দ্য কনক্লিউশন’ এবং ৭.৪২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে ‘বাদ্রীনাথ কি দুলহানিয়া’।
বিডি-প্রতিদিন/ ১৯ জুলাই/ আব্দুল্লাহ সিফাত-৩