চতুর্দিকে যখন বর্ণ বৈষম্য নিয়ে বিভিন্ন তর্ক-বিতর্ক, ঠিক তারই মাঝে এবার মুখ খুললেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি৷ যার অভিনয় প্রতিভা নিয়ে কারও কোনো সংশয় নেই সেই নওয়াজউদ্দিনকেও যে এমন সমস্যার মুখে পড়তে হয়েছে তা তিনি অকপটে জানিয়ে দিলেন৷ তিনি তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে লেখেন, তিনি কালো এবং দেখতে ভালো নন, তাই তিনি ফর্সা এবং হ্যান্ডসাম অভিনেতাদের সঙ্গে কাজ করতে পারবেন না তা তাকে মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ৷ কিন্তু তিনি যে কখনও এইসব বিষয় নিয়ে বেশি ভাবেননি, তাও তিনি জানিয়ে দেন৷
অভিনেতা আরও জানান, ছবির জগতের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক না থাকায় তাঁকে প্রথম থেকেই স্ট্রাগল করতে হয়েছে৷ তাঁর সিক্স প্যাক এবং তারকাসুলভ চেহারা না থাকায় তিনি যে অভিনেতা হতে পারবেন না একথাও নাকি তাঁকে শুনতে হয়৷
তবে নওয়াজের পরিশ্রমই যেন সেসব ব্যঙ্গ বিদ্রুপ তুচ্ছ-তাচ্ছিল্যের সঠিক প্রত্যুত্তর বলে ধারনা তার অনুরাগীদের৷ খুব শীঘ্রই এই অভিনেতাকে দেখতে পাওয়া যাবে বাবুমশাই জিন্দাবাদ ছবিতে৷
বিডি প্রতিদিন/১৯ জুলাই ২০১৭/হিমেল