চোখের জলে প্রিয় সহকর্মী আবদুর রাতিনকে বিদায় জানালেন শিল্পীরা। এফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে রাখা রাতিনের মরদেহে একে একে ফুল দিয়ে সম্মান জানান চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলীরা।
বুধবার সকালে রাতিনের মৃত্যু সংবাদ আসার পরপরই তাকে শেষবারে মতো দেখার জন্য এফডিসিতে অপেক্ষা করছিলেন চলচ্চিত্রকর্মীরা। বিকেল সোয়া ৩টায় রাতিনের নিথর মরদেহ যখন এফডিসিতে আনা হয়, তখন চোখের জল সামলাতে পারেননি অনেকেই।
বেলা ৩টা ৩০ মিনিটে কালার ল্যাবের সামনে শিল্পী রাতিনের জানাজা অনুষ্ঠিত হয়। নায়ক আলীরাজ, ওমর সানি, জায়েদ খান, সাইমনসহ শিল্পী ও কলাকুশলীরা জানাজায় অংশ নেন।
উল্লেখ্য, জনপ্রিয় খল-অভিনেতা আবদুর রাতিন গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কিছুদিন আগে তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত হন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন