বলিউডের দর্শক নন্দিত ও ব্যবসা সফল বেশ কিছু সিনেমার নির্মাতা রাজকুমার হিরানি। মুন্না ভাই এমবিবিএস, থ্রি ইডিয়টস, পিকে’র মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এ নির্মাতা। বর্তমানে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের জীবনী নিয়ে সিনেমা নির্মাণও করছেন তিনি।
জানা গেছে, সিনেমাটিতে অভিনয়ও করবেন এ নির্মাতা। একটি অতিথি চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটিতে বলিউড নির্মাতা সুভাষ ঘাইয়ের চরিত্রে দেখা যেতে পারে তাকে।
সিনেমায় দেখা যাবে, হিরানি বায়োপিকের জন্য রণবীরের (দত্ত) কাছে যান এবং এটি নিয়ে কৌতুক করেন। কিন্তু পরবর্তীতে তা বাস্তবে পরিণত হয়।’
সিনেমাটিতে সঞ্জয়রূপে অভিনয় করেছেন রণবীর। রণবীর ছাড়াও সিনেমাটি আরো অভিনয় করছেন-সোনম কাপুর, আনুশকা শর্মা, দিয়া মির্জা, মনীষা কৈরালা, কারিশমা তান্না, পরেশ রাওয়াল প্রমুখ। আগামী বছর ৩০ মার্চ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিডিপ্রতিদিন/ ১৯ জুলাই, ২০১৭/ ই জাহান