সামনেই দুর্গাপুজা। এসময় সব বাঙালি নারীই ট্র্যাডিশনাল সাজে সেজে উঠতে চান। তাই পছন্দের তালিকায় প্রথমেই উঠে আসে শাড়ি। তবে শুধু পছন্দ হলেই হবে না, এটা পরারও একটা স্টাইল অনুসরণ করতে হবে। কারণ শাড়ি একমাত্র পোশাক যা অনেকরকমভাবে পরা যায়। আটপৌরে কিংবা সামনে আঁচল দিয়ে শাড়ি প্রায়শই পরা হয়। কিংবা শাড়ির সঙ্গে চাদর বা ওড়নাও নিয়ে থাকেন অনেকে। বলিউডে রেখা থেকে শুরু করে রানি মুখার্জি, শাড়ি পরা নিয়ে অনেকরকমের এক্সপেরিমেন্ট করেছেন। কিন্তু শাড়ির সঙ্গে কেউ কি কখনও লেদারের বেল্ট পরেছেন? এবার সেই রকমই কিছু পরীক্ষা নিরীক্ষা করলেন অভিনেত্রী শিল্পা শেঠি।
ইনস্টাগ্রামে কিছুদিন আগেই বেনারসি দিয়ে তৈরি একটি পোশাক পরে সবাইকে চমকে দিয়েছিলেন শিল্পা। এবার তাকে দেখা গেল একটি নীল রঙের শিফন শাড়িতে। শাড়িতে বেশ ভালই লাগছে শিল্পাকে। কিন্তু শাড়ির সঙ্গে তিনি কোমরবন্ধনী হিসাবে পরেছেন লেদারের বেল্ট। যা দেখতে স্টাইলিশের বদলে বেশ উদ্ভটই লাগছে। ইনস্টাগ্রামে তার সেই ছবিই ট্রোল হতে শুরু করেছে সোশ্যাল সাইটে। শাড়ির মতো ঐতিহ্যবাহী পোশাকে ওয়েস্টার্ন টাচ আনার একটা প্রচেষ্টা করেছিলেন অভিনেত্রী। কিন্তু হিতে বিপরীতই হল। তার ছবিতেই অনেকে তার পোশাককে ডিজাস্টার বলে মন্তব্য করেন। অনেকেই বললেন ফ্যাশনিয়েস্তা শিল্পা কী করে এধরনের এক্সপেরিমেন্ট করলেন!
বিডি প্রতিদিন/৩১ আগস্ট ২০১৭/এনায়েত করিম