চিরচেনা সব গল্পের পরিচিত চরিত্রদের অংশগ্রহণে বাংলাদেশ টেলিভিশন আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘গল্পে শুনি যাদের নাম’।ইকবাল খন্দকারের পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনায় এই অনুষ্ঠানে থাকছে ঠাকুর মা, নাসিরুদ্দিন হোজ্জা, আলীবাবা ও ডালিম কুমারের রহস্যময় উপস্থিতি।
যে উপস্থিতি দর্শকদের হাসাবে, বোধশক্তিকে আন্দোলিত করবে আর ফিরিয়ে নিয়ে যাবে ছেলেবেলার সেই গল্পমুখর দিনগুলোর কাছে।
মাসউদুল হকের সার্বিক তত্ত্বাবধানে ‘গল্পে শুনি যাদের নাম’ প্রযোজনা করছেন আফরোজা সুলতানা।
ভিন্নস্বাদের এই অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ঈদে দর্শকরা ব্যতিক্রম কিছু প্রত্যাশা করেন। আমাদের বিশ্বাস, অনুষ্ঠানটি তাদের সেই প্রত্যাশা পূরণ করবে।’
উল্লেখ্য, আসছে ঈদে অনুষ্ঠানটি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ অনুষ্ঠানমালায়।
বিডি প্রতিদিন/৩১ আগস্ট, ২০১৭/ফারজানা