পাহাড়ি রক্ত শরীরে বইছে। ভয় তার বরাবরই কম। তাই কোনওদিন রাখঢাক করে কথা বলতে দেখা যায়নি কঙ্গনা রানাউতকে। সেই ধারাই বজায় রাখলেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে। পরোক্ষভাবে ফের নিজের সাবেক ‘বয়ফ্রেন্ড’ হৃতিক রোশনকে একহাত নিলেন নায়িকা। জানালেন, সহকর্মীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে পরিস্থিতি জটিল হয়ে যায়।
জনপ্রিয় সিনে-পত্রিকা ফিল্মফেয়ারে প্রকাশিত ওই সাক্ষাৎকারে কঙ্গনা জানান, কোনও পুরুষ প্রত্যাখাত হলে খুবই অসহ্য হয়ে ওঠে। তখনই কাজের পরিবেশ নষ্ট হয়ে যায়। আর বিবাহিত সহকর্মীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে উঠলে সবকিছু জটিল হয়ে পড়ে। সব জায়গাতেই এই একই খেলা চলে।
নায়িকা আরও জানান, কম বয়সী মেয়েরা বেশিরভাগ সময়ই বিবাহিত পুরুষদের কথা বিশ্বাস করে ফেলেন। ওই পুরুষরা তাদের কাছে এসে বলে যে তারা স্ত্রীর কাছে মারধর পর্যন্ত খায়। আলাদা ঘরে থাকে। এই বলেই তারা সমবেদনা আদায় করে নেয়। একদিন নায়িকা বয়সে বড় প্রেমিকের হাতেও নিগ্রহের শিকার হয়েছিলেন। কিন্তু আজ তিনিই অনেকটাই পরিণত। তাই এমন ফাঁদে আর পা দেবেন না বলেই বিশ্বাস কঙ্গনার।
এখন সম্পূর্ণ পেশাদার কঙ্গনা। এখন তার বলতে কোনও দ্বিধা নেই, সমস্ত কাজ টাকার জন্যই করেন তিনি। অর্থ ও নিরাপদ ভবিষ্যৎ ছাড়া এই সাফল্য ও স্টারডমের কোনও মানেই নেই বলে মনে করেন বলিউড ‘ক্যুইন’। তাই এখন তার একমাত্র লক্ষ্য, মন দিয়ে কাজ করা ও অর্থ উপার্জন করা।
তবে জীবনে এতবার প্রতারণার শিকার হয়েও ভালবাসার উপর থেকে বিশ্বাস হারননি অভিনেত্রী। যদি জীবনে কোনওদিন বিশ্বাস করার সুযোগ থাকে, তাহলে অবশ্যই পছন্দের পুরুষকে ফের বিশ্বাস করে ভালবাসবেন তিনি।
বিডি প্রতিদিন/ ১ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর