ফের একবার খবরের শিরোনামে সঞ্জয় লীলা বানসালীর এই ঐতিহাসিক প্রেক্ষাপটের সিনেমা 'পদ্মাবতী'। কারণ এই সিনেমার অভিনেতা রণবীর সিংকে নাকি শুটিংয়ে ২৪ বার থাপ্পড় মেরেছেন বর্ষীয়ান অভিনেতা রাজা মুরাদ।
২৪ বার রণবীর সিংকে কেন থাপ্পড় মারতে যাবেন রাজা মুরাদ এখন সেই প্রশ্নই সবার মনে। আসলে, সিনেমার একটি অংশ আছে যেখানে, রণবীর সিংকে থাপ্পড় মারবেন রাজা মুরাদ। কিন্তু, শটটি কিছুতেই ঠিক মতো হচ্ছিল না। অবশেষে ২৪টি টেক নেওয়ার পর, শটটি ওকে করা হয়। এবার বুঝলেন তো, কেন ২৪ বার রাজা মুরাদের কাছে থাপ্পড় খেতে হল রণবীরকে।
বিডি প্রতিদিন/ ২ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর