একটি মাত্র ম্যাচ হার্দিক পাণ্ডেকে নায়ক বানিয়ে দিয়েছে। আর তারপর থেকেই বলিউডের সুন্দরী নায়িকারা তার প্রেমে মজেছেন। আইসিসি চ্যাম্পিয়্ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত ইনিংসের পর থেকেই পাণ্ডের জনপ্রিয়তার পারদ চড়েছে। এমন সময়ই পাণ্ডে এবার পরিণীতি চোপড়ার পোস্ট করা ছবিতে কমেন্ট করে জল্পনা বাড়িয়ে দিয়েছেন।
সবাই জানেন, পরিণীতি চোপড়া বলিউডের প্রতিষ্ঠিত নায়িকা। সম্প্রতি তিনি একটি সাইকেলের ছবি পোস্ট করেছেন সোশ্যাল সাইটে। সাইকেলের ছবিটির নীচে পরিণীতি লিখেছেন, ‘‘দ্য পারফেক্ট ট্রিপ উইথ দ্য মোস্ট অ্যামেজিং পার্টনার। লাভ ইজ ইন দ্য এয়ার।’’
পরিণীতি কিছুর ইঙ্গিত দিলেন কিনা তা বোঝা মুশকিল। কিন্তু বলিউডি নায়িকা পরিণীতির টুইট দেখার পরেই পাণ্ডে পাল্টা টুইটে লিখেছেন, ‘‘আমার মনে হয় দ্বিতীয় একটা বলিউড-ক্রিকেট লিঙ্ক হতে চলেছে।’’
বলিউড আর ক্রিকেট আগেও হাত ধরাধরি করে হেঁটেছে। মনসুর আলি খান পতৌদির সঙ্গে শর্মিলা ঠাকুরের বিয়ে নিয়ে অতীতে কম কালি খরচ হয়নি। বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ডেটিং করছেন আনুশকা শর্মা।
সেই সব অনুমান করেই হয়তো পাণ্ডে কমেন্ট করেছেন পরিণীতির পোস্টে। ভারতের অলরাউন্ডারের কমেন্ট দেখার পরে পরিণীতিও পাল্টা মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘‘হা হা হা, হতেও পারে, নাও হতে পারে। আমি এটুকু বলতে পারি ছবিতেই রয়েছে ক্লু।’’
বিডি-প্রতিদিন/ ৩ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর