সারা ভারতজুরে গত কিছুদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে গুরমিত রাম রহিম সিংয়ের নাম। সম্প্রতি জোড়া ধর্ষণ মামলায় ২০ বছর জেল হয়েছে তার। আদালতের এই রায়ের পর গুরমিতকে নিয়ে মন্তব্য করেছেন অনেক বলিউড তারকারাও। এবার তার ব্যাপারে মুখ খুললেন বলিউড বাদশা শাহরুখ খান।
ভারতের জনপ্রিয় টক শো 'টেড টকস: ন্যায়ি সোচ'-এর নতুন সিজনের সঞ্চালনা করবেন শাহরুখ খান। এরই মধ্যে প্রথম পর্বের শুটিংও শেষ হয়েছে। আর এই প্রথম পর্বের শুটিং চলাকালীন সময়ই নাকি ‘বাবা’কে নিয়ে মন্তব্য করেছে বলিউড বাদশা।
মিড ডে’র খবর অনুযায়ী, শাহরুখ নাকি বলেছেন, ‘‘পরিচালক অনুষ্ঠানের এই অংশ হয়তো পছন্দ করবেন না, কিন্তু রাম রহিম সিংহ জেলে যাওয়ায় আমি খুব খুশি। ’’
তবে জানা গেছে, রাম রহিমকে নিয়ে এমন মন্তব্য অনুষ্ঠান কর্তৃপক্ষের মোটেই ভাল লাগেনি। যার জেরে ওই অংশটি বাদ দিয়ে সম্প্রচারের কথাই ভাবছেন তারা। যদিও এ নিয়ে সরাসরি কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি।
বিডি-প্রতিদিন/৪ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর