সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষে সালমান বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিলেন। এমন সময় এক ভক্ত এসে বিরক্ত করতে শুরু করলেন সালমানকে।
তিনি সালমানকে নিজের ফোন দেখিয়ে তার গুণকীর্তন শুরু করেন। বলতে থাকেন, ফোনটা নাকি আনব্রেকেবল। হাজার চেষ্টাতেও ভাঙবে না। প্রথমে দু’একবার সালমান হাসিমুখে কথাটা শুনে এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু ভক্ত নাছোড়বান্দা। সালমানকে ভাল করে ফোনের মাহাত্ম্য না বুঝিয়ে তিনি নড়বেন না!
এর পর সালামান দেখা দিলেন স্বমহিমায়। প্রথমেই ফোনটি কেড়ে নিয়ে আছড়ে ফেললেন মাটিতে। আনব্রেকেবল ফোন তার নাম সার্থক করে ভাঙল না। আবার আছাড়, ভাঙল না। ততক্ষণে লোক জমে গেছে চারদিকে। চিৎকার করে তারা উৎসাহ দিচ্ছে নায়ককে। জেদ চেপে গেছে সালমানেরও। সে জেদের সামনে যত বড় আনব্রেকেবল ফোনই হোক, টেকে কখনও? ভাঙতেই হল তাকে।
তার পর সালমান ভাঙা ফোনের টুকরোগুলো কুড়িয়ে মালিকের হাতে দিলেন। মুচকি হেসে বললেন, আনব্রেকেবল ফোন?
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন