'নো ফিল্টার নেহা', এই শোতে এসে বলিউড নিয়ে একের পর এক বিস্ফোরণ ঘটালেন সাবেক পর্ন তারকা ও হালের বলিউড ডিভা সানি লিওন। শো'র সঞ্চালক বলিউড অভিনেত্রী নেহার সঙ্গে খোলামেলা আলোচনায় সানি লিওন জানান, বলিউডের একটা অ্যাওয়ার্ড শো'তে তাকে বয়কট করা হয়। বলিউডের এই বিদ্বেষমূলক আচরণের কথাই 'নো ফিল্টার নেহা'-তে সাফ জানান সানি লিওন।
সানি লিওন বলেন, "আমার মনে হয় আমাকে নিয়ে সবার মধ্যেই একটা কৌতুহল ছিল। আর সেই সময় আমাকে অনেক মহিলাই পছন্দ করতেন না, যদিও সেটা নিয়ে আমার কোনও অসুবিধা সেদিনও ছিল না এমনকি আজও নেই। তবে অ্যাওয়ার্ড শো'তে দীর্ঘ সময় ধরে একভাবে বসে থাকাটা আমার কাছে অস্বস্তিকর ছিল, কেউই আমার সঙ্গে মূল মঞ্চে যেতে চাইছিল না।"
একই সঙ্গে সানি লিওন আরও জানান, বলিউডে তার কোনও 'প্রকৃত' বন্ধু নেই। নেহার এই 'টক শো'তেই কোচিতে তাকে ঘিরে দর্শকদের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছিল সে বিষয়েও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় সানি লিওনকে। কোচির মানুষ যেভাবে তাকে স্বাগত জানিয়েছে, সানির কথায় সেটা হল, "প্রেমের জোয়ার।"
বিডি-প্রতিদিন/ ৭ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর