ব্রিটিশ মডেল ও অভিনেত্রী অ্যামি লুইস জ্যাকসন। তামিল ছবির অন্যতম হট এই অভিনেত্রী আপাতত ব্যস্ত তার পরবর্তী তামিল ছবি ২.০- এর শুটিংয়ে। ছবিতে রজনীকান্ত ও অক্ষয় কুমারের সঙ্গে দেখা যাবে তাকে। এটি মূলত কল্পবিজ্ঞানের গল্প। তবে শুটিংয়ের ফাঁকে অবসর সময়ের বেশ কিছু ছবি অভিনেত্রী আপলোড করেছেন ইনস্টাগ্রামে। আর তার সেই ছবিই ক্রমশ উত্তাপ বাড়াচ্ছে সামাজিক যোগযোগ মাধ্যমে।
হলুদ রঙের বিকিনিতে মোহময়ী হয়ে উঠেছেন অ্যামি। তবে শুধু নিজের ছবিই নয়, শুটিং লোকেশনের ছবি দেখে যে কারও ঘুরতে যেতে ইচ্ছে করবে।
দক্ষিণ ভারতের এক গ্রামে চলছে শুটিং। সেখানে একটি বাছুরকে আদরের ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে।
কিছুদিন আগেই আমেরিকায় ছুটি কাটাতে গিয়েছিলেন অ্যামি। কখনও আমেরিকা তো কখনও কর্নাটকে ছুটি কাটিয়েছেন তিনি। সেই ছবিগুলো একে একে পোস্ট করছেন এই অভিনেত্রী।
'সিং ইজ ব্লিং', 'ফ্রিকি আলি'র মতো বেশ কয়েকটা ছবিতে দর্শকদের মন জয় করেছেন অ্যামি। এবার দেখার রজনীকান্তের মতো সুপারস্টারের বিপরীতে কতটা সফল হন অ্যামি।
বিডি প্রতিদিন/০৮ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত