মা হওয়ার কারণে বেশ কিছুদিন সিনেমা থেকে দূরে থেকে বীরে ডি ওয়েডিং সিনেমার মাধ্যমে আবারও অভিনয়ে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। সম্প্রতি শুরু হয়েছে সিনেমাটির শুটিং। তবে কারিনার জন্য শুটিং সেটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যোগ করা হয়েছে বাড়তি নিরাপত্তাকর্মীও।
সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
জানা যায়, কয়েকদিন আগে একটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে দিল্লিতে গিয়েছিলেন কারিনা। অনুষ্ঠান শেষে আনুমানিক হাজার খানেক লোক কারিনাকে এক নজর দেখার জন্য তাকে ঘিরে ধরেছিল। ভিড় এতটাই ছিল যে, এ অভিনেত্রীর গাড়ি সামনে এগোতে পারছিল না। এই ঘটনাটি মাথায় রেখে সিনেমার নির্মাতারা এ অভিনেত্রীর নিরাপত্তা আরও বাড়িয়ে দিয়েছেন। শুটিং সেটে বাড়তি নিরাপত্তার জন্য ২০জন নিরাপত্তা রক্ষীও ভাড়া করা হয়েছে।
শশাংক ঘোষ পরিচালিত বীরে ডি ওয়েডিং প্রযোজনা করছেন একতা কাপুর ও রিয়া কাপুর।
বিডি-প্রতিদিন/৮ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ