নিজের মেয়েকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন আদনান সামি। গতবছর পাকিস্তানের নাগরিকত্ব ত্যাগ করে ভারতীয় নাগরিক হয়েছেন তিনি।
স্ত্রী রোয়া ও ছোট্ট মেয়েকে নিয়ে নরেন্দ্র মোদির কাছে যান আদনান সামি। গত মে মাসে আদনানের মেয়ে মদিনার জন্ম হয়। প্রায় ৪০ মিনিট সময় কাটিয়েছেন তারা। মদিনা শহরের মিষ্টি নিয়ে গিয়েছিলেন আদনান। মেয়ের জন্য আর্শীবাদ নিতে ও মিষ্টিমুখ করাতেই মোদির কাছে সপরিবারে গিয়েছিলেন তিনি।
আদনান বলেন, ''প্রধানমন্ত্রীর সঙ্গে মিষ্টিমুখ করলাম। তাকে আমি সম্মান করি। এই মুহূর্ত আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে।"
২০০১ সালে ভিসা নিয়ে প্রথমবার ভারতে এসেছিলেন আদনান সামি। ২০১৬ সালে তিনি ভারতীয় নাগরিকত্ব নেন।
বিডি-প্রতিদিন/ ১০ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর