দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনি অভিনীত ‘ইনোসেন্ট লাভ’ ছবিটি আগামী ৩ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে। যুগল নির্মাতা অপূর্ব-রানা পরিচালিত এই ছবিতে পরীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক জেফ। দেশব্যাপী শতাধিক সিনেমা হলে ছবিটি মুক্তির প্রক্রিয়া চলছে এবং শিগগিরই গান ও ট্রেলার প্রকাশ হবে বলে জানা গেছে।
এর আগে ১৬ আগস্ট বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে পরীমনির ‘ইনোসেন্ট লাভ’।
ছবিতে পরীমনি ও জেফ ছাড়াও আরও অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, সুব্রত, আমির সিরাজী, রমিজ, কাবিলা, ঝিনুক, হাবিব খান, শরীফ চৌধুরী প্রমুখ।
বিডি প্রতিদিন/১০ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম