বেশ কিছুদিন ধরেই ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছেন বাংলাদেশের আলোচিত অভিনেতা অনন্ত জলিল। সেই সাথে তার পোশাকেও দেখা গেছে পরিবর্তন। পূর্বে আটসাট ফরমাল পোশাকে দেখা গেলেও ইসলামের দাওয়াত প্রচারের শুরু থেকেই তাকে জুব্বা আর পাগড়ি পরা অবস্থায় দেখা গেছে।
কিন্তু সম্প্রতি দুবাইয়ের 'বুর্জ আল আরব' অবস্থানকালে তিনি কিছু ছবি পোস্ট করেছেন, যেখানে তাঁকে পাগড়ি ও আলখাল্লা ছাড়াই দেখা গেছে। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হতেই জনপ্রিয় এই চিত্রনায়ক নিজের ফেসবুক পেইজে তার ব্যাখ্যা দিয়েছেন। গতকাল শনিবার রাতে অনন্ত লিখেছেন,
'বন্ধুগণ, আসসালামু আলাইকুম।
দুবাইতে আমি জুব্বা (Thobe) পরেই গিয়েছিলাম এবং সবখানেই জুব্বা পরেই ঘুরেছি। আমি এখন ইসলামিক পোশাকেই স্বাচ্ছন্দ বোধ করি। বুর্জ আল আরব এ ২৮ তলায় ফ্রান্স রেস্টুরেন্টে ফ্রান্সের বায়ারদের সঙ্গে বিজনেস মিটিং ও ডিনারের আয়োজন ছিল। সেখানে ড্রেস কোড নির্দিষ্ট থাকার কারণে জুব্বা পরে যাইনি।
-আল্লাহ হাফেজ'
বিডি প্রতিদিন/১০ সেপ্টেম্বর ২০১৭/হিমেল