শৌখিন আসবাব ভর্তি ঘরে একটি খাটিয়া (বিছানা) পাতা। আর তাতেই মোহনীয় ভঙ্গিমায় রণবীর। আরেকটি দৃশ্যে একটি সোফায় বসে রয়েছেন রণবীর। পাশেই নায়িকা কারিশমা কাপুর। বসে বসেই নাচছেন তারা!
আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই দুটি ভিডিও। কিন্তু কেন জানেন? আসলে কারিশমা কাপুর ও গোবিন্দাকে শ্রদ্ধা জানিয়েছেন রণবীর। সম্প্রতি তাদের এক সময়ের বক্স অফিস হিট ছবি 'রাজা বাবু'র বিখ্যাত গান 'সরকাইলো খাটিয়া জাদা লাগে'র সঙ্গে অভিনয় করেছিলেন রণবীর। সে দিনই বিকেলে বিমানবন্দরে আচমকা কারিশমা কাপুরের সঙ্গে দেখা হয়ে যায় রণবীরের। সেখানে কারিশমাকে পাশে বসিয়েই নেচে নেন রণবীর। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা ভাইরাল।
ভিডিওটি দেখার পর ইন্ডাস্ট্রির একটা বড় অংশের মতে, এখনও গানটার আকর্ষণ একই রকম রয়েছে। গোবিন্দা-কারিশমার জুটি নিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েছেন দর্শক। ফের একবার বড় পর্দায় কি এই ম্যাজিক দেখা যাবে? না! তার কোনও উত্তর দিতে পারছে না সিনেমা ইন্ডাস্ট্রি।
বিডি প্রতিদিন/১০ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত