‘বেডরুম’ ছবি থেকে টলিউডের পরিচালক মৈনাক ভৌমিকের সঙ্গে নায়িকা পাওলি দামের জার্নি শুরু হয়েছিল। সম্প্রতি এমনটাই জানালেন ওপার বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী।
পাওলির ভাষ্য, মৈনাকের সঙ্গে কাজ করতে সব সময় ভালো লাগে তার। এবারের পূজোয় মুক্তি পাবে মৈনাক-পাওলি জুটির তৃতীয় ছবি ‘চলচ্চিত্র সার্কাস।
ছবিটি প্রসঙ্গে পাওলি জানান, নাম থেকেই বোঝা যাচ্ছে এ ছবি ডার্ক কমেডির। একটি ছবি তৈরি করতে বাস্তবে যে চরিত্রের প্রয়োজন হয়, এ ছবিতে সেসব চরিত্রকেই রেখেছেন পরিচালক। ছবিতে পাওলি একজন সহকারী পরিচালকের চরিত্রে অভিনয় করেছেন।
‘চলচ্চিত্র সার্কাস’ ছবিটিতে মানুষ বুঝতে পারবেন একজন সহকারী পরিচালকের জীবন ঠিক কেমন হয়, এমনটিই জানালেন পাওলি।
‘মনের মানুষ’ খ্যাত কলকাতার এই নায়িকা বাংলা সিনেমার ইতিহাসে বাঙালি নায়িকা হয়ে প্রথমবার সম্পূর্ণ নগ্ন হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন।
শ্রীলংকার পরিচালক বিমুক্তি জয়াসুন্দরের দ্বিভাষিক ছবি ‘মাশরুম’-এ (ইংরেজি) পুরোপুরি বিবসনা হয়ে দীর্ঘ চার মিনিটে একটি শয্যা-দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি।
বিডিপ্রতিদিন/ ১০ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান