জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রাজুকে নিয়ে সপ্তম সিনেমা নির্মাণ করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। নতুন সিনেমার নাম ‘ফায়ার উইথইন’।
জাকির হোসেন রাজু পরিচালিত এ সিনেমার চিত্রনাট্য লিখছেন আব্দুল্লাহ জহির বাবু। তবে এ সিনেমায় কে কে অভিনয় করবেন তা এখনই বলতে চান না বলে জানান এ নির্মাতা।
এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘সিনেমাটির গল্প ভাবনা আমার মাথায় প্রথম আসে। এরপর এ বিষয়ে রাজু ভাইয়ের সঙ্গে আলাপ করি। তিনিও কাজটি করতে আগ্রহ প্রকাশ করেন। এটা একটি আন্তর্জাতিক মানের সিনেমা হবে। চলতি বছরের ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা করছি।’
প্রসঙ্গত, জাজের সঙ্গে রাজু এ পর্যন্ত ছয়টি সিনেমা নির্মাণ করেছেন। যার মধ্যে রয়েছে ‘পোড়ামন’, ‘অনেক সাধের ময়না’, ‘অনেক দামে কেনা’, ‘নিয়তি'র’ মতো ছবিগুলোও।
বিডিপ্রতিদিন/ ১০ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান