জনপ্রিয় অভিনেতা সালাহউদ্দিন লাভলুকে অভিনয়ের চেয়ে নাটক নির্মাণেই বেশি দেখা যায়। তবে এবারের ঈদে তিনি চারজন পরিচালকের চারটি নাটকে অভিনয় করেছেন। তার মধ্যে ‘মাই নেম ইজ বেড’ এবং ‘মনসুর মালা' নাটকটি দর্শকপ্রিয়তা পেয়েছে।
এদিকে এরইমধ্যে সালাহউদ্দিন লাভলু তার নতুন ধারাবাহিক নাটক নির্মাণের ঘোষণা দিয়েছেন। নাটকের গল্প লেখার কাজ শুরু করেছেন কাজী শাহেদুল ইসলাম। নির্মাণ শেষে নতুন ধারাবাহিক নাটকটি যথারীতি প্রচার শুরু হবে চ্যানেল আইতে।
এ ব্যাপারে লাভলু জানান, তার নতুন ধারাবাহিক নাটকের নাম এখনো ঠিক করা হয়নি। তিনি বলেন, এরইমধ্যে চ্যানেল আইতে আমার নির্দেশিত ‘সোনার পাখি রুপার পাখি’ বেশ দর্শকপ্রিয়তা নিয়েই শেষ হয়েছে। নতুন ধারাবাহিকের গল্প লিখছেন কাজী শাহেদুল ইসলাম। একটি মফস্বল শহরের গল্প নিয়ে নির্মিত হবে এ ধারাবাহিক নাটক। শিগগিরই এর শুটিং শুরু হবে।
বিডি প্রতিদিন/১১ সেপ্টেম্বর ২০১৭/হিমেল