রণবীর সিং এবার পিছনে ফেলে দিলেন সানিয়া মির্জাকে। হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড-এর এম্ব্যাসেডর রণবীর সিং। সানিয়া মির্জাকে সরিয়ে দিয়ে এবার ওই সংস্থার নতুন মুখ হচ্ছেন এই অভিনেতা।
শোনা যাচ্ছে, ওই সংস্থা এমন একজনকে চাইছিল, যার সঙ্গে যুব সম্প্রদায়ের যোগাযোগ আরও গভীর হয়। সেই অনুযায়ী, ১২ বছর পর সানিয়া মির্জাকে সরিয়ে সেখানে আনা হচ্ছে রণবীর সিংকে।
বর্তমানে পরিচালক সঞ্জয় লীলা বনশালীর ‘পদ্মাবতীর’ শ্যুটিংয়ে ব্যস্ত রণবীর সিং। এই সিনেমার তার সঙ্গে দীপিকা পাডুকন এবং শহিদ কাপুরকেও দেখা যাবে।
বিডি প্রতিদিন/ ১২ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর