'প্লেবয়' ম্যাগাজিন তাদের নগ্নতা বর্জন নীতি পরিত্যাগ করেছে। তরুণ পাঠক-পাঠিকারা নাকি নগ্নতাই চান। আর তার জেরেই বছর খানেক ধরে ‘শালীনতাপূর্ণ' ছবি প্রকাশের পর ফের আগের রূপেই ফিরছে ম্যাগাজিনটি।
প্লেবয় গত সোমবার তাদের পুরানো নীতিতে প্রত্যাবর্তনের কথা ঘোষণা করেছে। টুইটার ও ফেসবুকে #নেকেডইজনর্মাল হ্যাশট্যাগ দিয়ে তারা এই ঘোষণা দেয়। প্রসঙ্গত সেই সোমবারেই পত্রিকাটির মার্চ-এপ্রিলের সংস্করণ প্রকাশিত হয়। সেখানে ‘মিস মার্চ' এলিজাবেথ ইলম ও ‘মিস এপ্রিল' নিনা ডানিয়েল উভয়কেই পুরোপুরি নগ্ন অবস্থায় দেখানো হয়েছে।
২০১৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি সংস্করণে সাবেক 'বেওয়াচ'' তারকা পামেলা অ্যান্ডারসনের নগ্ন ছবি ছাপা হয়। তারপর থেকে প্লেবয় নগ্নতা বর্জিত। বিগত কয়েক বছর ধরে পত্রিকাটির ব্যবসায়িক সাফল্য কমে আসছিল। ১৯৭৫ সালে প্লেবয় পত্রিকার বিক্রয় সংখ্যা ছিল ছাপ্পান্ন লাখ, হালে তা নেমে দাঁড়িয়েছে আট লাখে।
নগ্নতা বর্জনের ফলে প্লেবয় বেশ কিছু পাঠক হারিয়ে থাকতে পারে। তবে আসল কথা হলো, প্লেবয় পত্রিকার অনেক প্রকৃত গ্রাহকই আজ প্রবীণ। নতুন প্রজন্মের পাঠকদের আকর্ষণ করার জন্য প্লেবয়কে নতুন কিছু ভাবতে ও দিতে হবে।
বিডি প্রতিদিন/ ১২ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর