তার ক্যারিয়ারের দৈর্ঘ্য অর্ধ শতাব্দী। পুরো সময়টাতে তার অনেক অর্জন। এবার চিরতরের জন্যই গাওয়া বন্ধ করার ঘোষণা দিয়েছেন। বিশ্বখ্যাত অপেরা সঙ্গীতশিল্পী ড্যাম কিরি আর জনসমক্ষে গাইবেন না। নিউ জিল্যান্ডের ৭৩ বছর বয়সী এ গায়িকা জানিয়েছেন, অবসরের এ সিদ্ধান্ত নিতে তিনি পাঁচ বছর সময় নিয়েছেন। এ নিয়ে তার মধ্যে কোনো অনুশোচনা বা দ্বিমত নেই।
বিশ্বের সবচেয়ে আলোচিত বিয়েগুলোর একটি প্রিন্স চার্লস-ডায়ানার বিয়ে। ১৯৮১ সালে আয়োজিত ওই বিয়েতেও গেয়েছিলেন ড্যাম কিরি। তিনি শেষ বার গেয়েছেন গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার মেলবোর্নের কাছে বালারতে একটি কনসার্টে। কিন্তু গান ছাড়া নিয়ে তখন কিছু বলেননি।
সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ড্যাম কিরি বলেন, আমি আর আমার কণ্ঠস্বর শুনতে চাই না। আমি তরুণ শিল্পীদের শিখিয়েছি, তাদের অসাধারণ কণ্ঠ শুনেছি। আমি এখন আর তাদের কাতারে সামিল হতে চাই না। গান ছাড়ার জন্য কোনো অনুতাপ নেই।
বিডি প্রতিদিন/১৩ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা