অমিতাভ বচ্চন বুধবার ৭৫ বছর পূর্ণ করেছেন। কিন্তু আজ কোন সেলিব্রেশন নেই বচ্চন পরিবারে। চলতি বছরে ঐশ্বরিয়া রাই বচ্চনের বাবা কৃষ্ণরাজ রাইয়ের প্রয়াণের কারণে কোন অনুষ্ঠানই পালন করছেন না বচ্চনরা। কিন্তু অমিতাভ এই দিনটা একেবারে নিজের মতো করে কাটিয়েছেন।
জন্মদিনটা পরিবারের সঙ্গে মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন অমিতাভ। অভিষেক, ঐশ্বরিয়া, আরাধ্যাকে সঙ্গে নিয়ে মঙ্গলবারই মুম্বাই ছাড়েন তিনি। অমিতাভের মেয়ে শ্বেতা ও তাঁর সন্তান অগস্ত্য ও নভ্যাও মলদ্বীপে গিয়েছেন পারিবারিক ছুটি কাটাতে। সঙ্গে রয়েছেন জয়াও।
বচ্চন পরিবারের এক ঘনিষ্ঠ সদস্য সাংবাদিকদের জানিয়েছেন, গোটা সপ্তাহটাই মলদ্বীপে কাটাবেন বচ্চনরা। সেখানেই কেক, ওয়াইন দিয়ে পালন হবে অমিতাভের জন্মদিন। আরাধ্যা নাকি দাদুর জন্য একটা স্পেশাল গিফট তৈরি করেছে। নিজে হাতে একটা কার্ড এঁকেছে সে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন