মা হওয়ার পর অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করে বলিউডে কামব্যাক করেছেন তিনি। তবে বেশ কিছুদিন পর বলিউডে কামব্যাক করলেও, বেশ খানিকটা ব্যাকফুটেই ছিলেন অভিনেত্রী লারা দত্ত। কিন্তু এবার অভিনয় নয়, ফটোশুট দিয়েই উষ্ণতা ছড়ালেন লারা দত্ত।
ডাবু রত্নানির ক্যালেন্ডারের জন্য এবার ফটোশুট করলেন লারা। আর সেখানে বাথটবের মধ্যে দেখা পাওয়া গেল উষ্ণ লারাকে। হাতে পানির পাইপ নিয়ে লারা যখন বাথটবে পোজ দেন ডাবুর ক্যালেন্ডারের জন্য, তারপর থেকেই চড়তে শুরু করেছে উষ্ণতার পারদ।
লারার সেই ছবিতে ডাবু রত্নানি ক্যাপশন দিয়েছেন, ‘হার লাফটার স্পার্কেলস লাইক সানশাইন’। আর লারার ওই ছবি প্রকাশ পাওয়ার পর পরই তা ভাইরাল হয়ে যায়।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর