কান ফিল্ম ফেস্টিভাল নিয়ে গসিপ গত কয়েক বছরে যেন একটু বেশিই চলছে। ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে এই গসিপ একটু বেশিই শুরু হয়। ধীরে ধীরে সেই তালিকায় যোগ দেন সোনম, দীপিকা। কিন্তু বলিউডের কান সফর যে সাতের দশকেও ছিল তা হয়তো কারোর জানা নেই।
সম্প্রতি স্মিতা পাতিলের ছেলে প্রতীক বব্বর একটি ছবি পোস্ট করেছেন টুইটারে। তাতে দেখা গেছে, কান ফিল্ম ফেস্টিভালে রেড কার্পেটে হাঁটছেন স্মিতা পাতিল। তার সঙ্গে রয়েছেন পরিচালক শ্যাম বেনেগাল ও সহ অভিনেত্রী শাবানা আজমি।
১৯৭৯ সালে কান ফিল্ম ফেস্টিভালে জায়গা করে নিয়েছিল পরিচাল শ্যামবেনেগানের নিশান্ত। যাতে অভিনয় করেছিলেন স্মিতা পাতিল ও শাবানা আজমি। ছবিতে দেখা গেছে, দুই অভিনেত্রীই শাড়ি পরেছেন আর পরিচালক নিজে পরেছেন ধুতি পাঞ্জাবি সঙ্গে জহর কোট। কাজেই ঐশ্বরিয়াই প্রথম নন যিনি কানের রেড কার্পেটে শাড়ি পরে গিয়েছিলেন। তার আগেই সেই ঐতিহ্যের সূচণা করে দিয়েছিলেন স্মিতা পাতিল ও শাবানা আজমি।
বছরের শুরুতেই নিজের কান সফরের একটি ছবি পোস্ট করে শাবানা আজমি লিখেছিলেন, পোশাক নয় ছবিই এখানে প্রধান। পরে আবার তিনিই টুইট করেন, আমরা ভারতীয় পোশাক পরে সেখানে রেড কার্পেটে হেঁটেছিলাম সবার নজরে পড়ার জন্য।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর