প্রায় ৪ বছর পর ডেডলাইন মিউজিকের প্রযোজনায় প্রকাশ পাচ্ছে ফাহিমের নতুন গান 'বাংলা ড্যান্স'। রাহুল ভানজার কথায় এ গানটির সুর করেছেন অম্লান। সঙ্গীতায়োজন করেছেন বব। সম্প্রতি এফডিসিতে টানা কয়েকদিন শুটিং শেষে এ গানটির মিউজিক ভিডিও'র কাজ শেষ করা হয়েছে। যার নির্দেশনা দিয়েছেন সৈকত নাসির। মিউজিক ভিডিওতে ফাহিমের সাথে মডেল হিসেবে কাজ করেছেন মেঘলা ও তৃষ্ণা।
এ বিষয়ে ফাহিম জানান, দীর্ঘদিন পর নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছি। তাই কাজটা বেশ যত্ন নিয়ে করেছি। এফডিসিতে ৬ দিন সেট বানিয়ে এ গানের ব্যয়বহুল একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। ডেডলাইন ইন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আগামী ১৮ অক্টোবর ‘বাংলা ড্যান্স’ প্রকাশ হবে। আশা করি, সকলে নতুন গানটির পাশাপাশি ভিডিওটি পছন্দ করবেন।
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর ২০১৭/হিমেল