পিঙ্ক ছবি তাঁকে রাতারাতি এনেছে লাইমলাইটে। তাই আর ফিরে তাকাতে রাজি নন অভিনেত্রী তাপসী পান্নু। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সমান সাবলীল তিনি।
সম্প্রতি ম্যাক্সিম ম্যাগাজিনের জন্য একটি ফটোশ্যুট করেছেন তিনি। আর সেখানে একেবারে বোল্ড অবতারে ধরা দিলেন তাপসী। এর আগেও বলিউডের বেশ কিছু অভিনেত্রীর বোল্ড ছবি ধরা পড়েছে এই ম্যাগাজিনে। এবার সেই তালিকায় নাম লেখালেন তাপসী।
‘জুডুয়া ২’ বক্স অফিসে হিট।আর এই ছবিতেও তাপসীকে বেশ সিডাকটিভ দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে। ছবির সাফল্যের পর পরই এই ফটোশ্যুট তাঁর ফ্যানদের কাছে উপরি পাওনা। অক্টোবর এডিশনের জন্য ফটোশ্যুটটি করেছে তাপসী।
বিডিপ্রতিদিন/ ১৫ অক্টোবর, ২০১৭/ ই জাহান