দীর্ঘ পাঁচ বছর দুজনকে কোনও সিনেমায় একসঙ্গে দেখা যায়নি। দুজনেই ছবি করেছেন কিন্তু আলাদা আলাদা। সবশেষ ২০১২ সালে ‘বেডরুম’ ছবিতে দেখা গিয়েছিল তাঁদের। কথা বলছি আবির এবং পাওলিকে নিয়ে।
ফের জুটিবদ্ধ হচ্ছে তারা। তাঁদের নতুন ছবির নাম ‘তৃতীয় অধ্যায়’। পরিচালনা রয়েছেন মনোজ মিশিগান। আপাতত দেওঘরে ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত দুজনেই। তাঁর মাঝেও আবির তাঁর ফ্যানদের উদ্দেশ্যে পোস্ট করলেন একটি ছবি। যেখানে তিনি লিখেছেন ‘দেওঘর ডায়েরিজ’।
ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে আবির এবং পাওলি কে। ছবির গল্প নিয়ে এখনও মুখ খোলেননি কেউই।
তবে সূত্রের খবর জীবনের দৈনন্দিন টানাপড়েনের গল্প থাকবে ছবিতে। এর আগে ডামাডোল, এইট্টি নাইন,হ্যালো কলকাতার মতো সিনেমা পরিচালনা করেছেন মনোজ। নতুন করে এই জুটিকে পর্দায় ফিরে পেতে হলে অপেক্ষা করতে হবে কয়েকটা দিন।
বিডিপ্রতিদিন/ ১৫ অক্টোবর, ২০১৭/ ই জাহান