'মিস্টার পারফেকশনিস্ট' নামেই বলিউডে পরিচিতি রয়েছে আমির খানের। 'লাগান' সিনেমাটি করে যিনি তামাম ক্রিকেটপ্রেমীর মন জয় করেছিলেন। আর সেই তিনি নাকি ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়কের নাম জানেন না। অবিশ্বাস্য মনে হলেও এই কথা সত্য।
গত শুক্রবার হায়দ্রাবাদে নিজের ছবি 'দ্য সিক্রেট সুপারস্টার' এর প্রমোশনে গিয়েছিলেন আমির। সঙ্গে ছিলেন ছবির নায়িকা জাইরা ওয়াসিম। সেখানেই ক্রিকেট নিয়ে আলোচনা চলছিল। সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগও ছিলেন সেখানে। সেখানে কোহলির প্রশংসায় পঞ্চমুখ আমির অকপটে স্বীকার করেন কোহলির স্টাইল তিনি মুগ্ধ। এমনকী কোহলির স্টাইল তিনি অনুকরণ করেন বলেও মন্তব্য করেন। অভিনেত্রী জায়রা ওয়াসিমও তাতে একমত হন।
তারকিছু পরেই অনুষ্ঠানের সঞ্চালক র্যাপিড ফায়ার প্রশ্ন শুরু করেন। সেখানেই আমিরের কাছে জানতে চাওয়া ভারতের মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেনের নাম। বেশ কিছুক্ষণ ভাবার পর আমির বলেন, আমি জানি কিন্তু এখন মনে করতে পারছি না। সঞ্চালক বেশ কয়েকটি সূত্রও দেন। তারপরেও আমির মনে করতে পারেননি মিতালি রাজের নাম। এমনকী অভিনেত্রী জাইরা ওয়াসিমও মিতালি রাজের নাম মনে করতে পারেননি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর