পরীমণি অভিনীত 'ইনোসেন্ট লাভ' ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২২ ডিসেম্বর। যুগল নির্মাতা অপূর্ব-রানা পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন জেফ। সম্প্রতি 'তুই সদ্য ফোটা ফুল' শিরোনামের একটি গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন রুপম ও তানজিল রুমা। জসিম উদ্দিন জাকিরের কথায় গানটির সুর করেছেন রুমি সেন।
২০১৪ সালের শুরুর দিকে রাজধানীর উত্তরায় মহরতের মাধ্যমে শুরু হয়েছিল এ সিনেমার শুটিং। নির্মাতা রানা বলেন, শুটিং অনেক আগেই শেষ করেছি। মাঝে চলচ্চিত্রের অবস্থা ভালো ছিল না বলে সেন্সরে জমা দেওয়া হয়নি। সিনেমাটি সেন্সর বোর্ড দেখে খুব প্রশংসা করেছে। এ সিনেমায় পরীমনি ও জেফ দারুণ অভিনয় করেছেন। দর্শকদের ভালো লাগবে।
'ইনোসেন্ট লাভ' ছবিতে পরী-জেফ ছাড়াও অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, সুব্রত, আমির সিরাজী ও কাবিলা।
বিডি প্রতিদিন/১৫ অক্টোবর, ২০১৭/ফারজানা