নাটক 'আব্দুর রহমান একটি অসমাপ্ত গল্পের নায়ক'। কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় পৃথুরাজ। আব্দুর রহমান একটা প্রাইভেট কোম্পানিতে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করে। সারাদিন অফিস আর রাতে বাড়ি- এভাবেই তার দিন কাটে।
পরিবারে আব্দুর রহমানের আর কেউ নেই। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন নীল নামে একটা মেয়ের সাথে তার সম্পর্ক হয়েছিল। সেই নীল আজ আর নেই। একটা দুর্ঘটনায় মারা গেছে। এটিই প্রতিনিয়ত আব্দুর রহমানকে তাড়া করে বেড়ায়। চলার পথে অবচেতন মনেই মানুষে মানুষে নীলের মিল খুঁজে পায়। এ বিষয়টাই তাকে এক সময় মানসিকভাবে অসুস্থ করে ফেলে এবং তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হয়।
কিন্তু দেখা যায় ডাক্তারের ৩০ বছর আগের চেহারার সাথেও আব্দুর রহমান নীলের হুবহু মিল খুঁজে পায়। এ বিষয়টা ডাক্তারকেও চিন্তিত করে তোলে। আর এভাবেই এগিয়ে চলে গল্পের কাহিনি।
'আব্দুর রহমান একটি অসমাপ্ত গল্পের নায়ক' নাটকে অভিনয় করেছেন শম্পা রেজা, তৌকীর আহমেদ, সোহানা সাবা, রিফাত চৌধুরী, রফিক উল্যাহ, রহিম সুমন এবং অভিষেক। আগামীকাল শনিবার রাত ৯টায় এনটিভিতে নাটকটি প্রচার হবে।
বিডি প্রতিদিন/১০ নভেম্বর, ২০১৭/ফারজানা