ওয়ার্ক পারমিট ছাড়া বাংলাদেশে একটি গানের শুটিংয়ের প্রস্তুতিকালে ভারতের কলকাতার নৃত্য পরিচালক বাবা যাদবসহ চারজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে সুনামগঞ্জের তাহিরপুর থেকে তাদের আটক করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
তাহিরপুর থানার ওসি নন্দন কুমার ধর বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়েছি, আমাদের এলাকায় একটি ছবির শুটিং হচ্ছে। সেখানে বিদেশি কয়েকজন নাগরিকও কাজ করছেন। সেখানে গিয়ে আমরা তাদের কাছে বাংলাদেশে কাজ করার অনুমতি আছে কিনা জানতে চাইলে তারা কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এর পর তাদের পরবর্তী নির্দেশনার জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পাঠিয়ে দেয়া হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন