কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৯তম জন্মদিন ১৩ নভেম্বর। এ উপলক্ষে সেদিন শিলকলা একডেমির পরীক্ষণ থিয়েটার হলে নান্দনিক নাট্য সম্প্রদায়ের উদ্যোগে জন্ম উৎসব আয়োজন করা হয়েছে।
লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে জন্ম উৎসব অনুষ্ঠানটি উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান (এমপি)। অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন শিল্পকলা একাডেমীর মহা-পরিচালক লিয়াকত আলী লাকী, লেখক আহসান হাবিব ও মেহের আফরোজ শাওন ।
সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে হুমায়ূন আহমেদ রচিত প্রথম মঞ্চ নাটক। হূমায়ূন আহমেদ নাটকটিতে স্বৈরাচার শাসকের বিরুদ্ধে প্রতিবাদ, শাসকদের একনায়কতন্ত্র ও খেয়ালিপনার বিরুদ্ধে তার নিজস্ব সাহিত্যরসে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছেন।
নাটকটির নির্দেশক বলেন, 'স্যার নান্দনিকের মহড়া কক্ষে বসে নাটকটি রচনা করেন এবং সংলাপ রচনা করেন রাজনৈতিক স্থানচুতির বিরুদ্ধে।'
নাটকটির প্রযোজনা ব্যবস্থাপক সোহেল রানা জানান, প্রিয় লেখককে স্মরণ ও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা নাটকটির বিশেষ প্রদর্শনীর উদ্যোগ নিয়েছি।এটি নান্দনিক নাট্য সম্প্রদায়ের অষ্টম প্রযোজনা। নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন আ মা মা হাসানুজ্জামান। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিলুফার ওয়াহিদ, সোহেল রানা, শাহ আলম, অভীক মজুমদার, রনি, মারুফ, মাহিন, শোভা, রাসেল, হাবিবুল্লাহ, রাবিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/১১ নভেম্বর ২০১৭/আরাফাত