বিনোদনমূলক অনুষ্ঠান 'রঙিন পাতা'য় আজকের পর্বে অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ এবং সাংবাদিক আলী আফতাব। কাজী মোহাম্মদ মোস্তফা’র পরিকল্পনা ও প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন পরিহা। অনুষ্ঠানটির গ্রন্থনা ও গবেষণা করেছেন নাইস নূর।
খবরের কাগজগুলোতে একটি পাতা বরাদ্দ থাকে বিনোদন জগতের খবরাখবরের জন্য। দেশ-বিদেশের বিনোদন দুনিয়ার সমস্ত খবর প্রকাশিত হয় এইসব পাতায়। তাই এই পাতাটিকে ঘিরে বিনোদন জগতের বাইরেও সাধারন পাঠকের রয়েছে ব্যাপক কৌতুহল। পত্রিকার সেই বিনোদন পাতার খুঁটিনাটি নিয়েই এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে। এটি এনটিভিতে আজ রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে।
বিডি প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৭/ফারজানা