সম্প্রতি 'নায়ক' শিরোনামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হন বাপ্পী চৌধুরী। কিন্তু নায়িকা নিয়ে মনস্থির করতে পারছিলেন না পরিচালক ইস্পাহানি আরিফ জাহান। ছবির জন্য একটি নতুন মুখ খুঁজছিলেন তিনি। অবশেষে নায়িকাকে খুঁজে পাওয়া গেছে। 'নায়ক' ছবিতে বাপ্পীর নায়িকা হচ্ছেন অধরা খান। নায়িকা নিজেই এ খবর নিশ্চিত করেছেন।
ছবির মহরত আগামী ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে। শ্যুটিং শুরু হবে জানুয়ারিতে। যাদুরকাঠি মিডিয়া প্রযোজিত এ সিনেমার কাহিনি লিখেছেন দেলোয়ার হোসেন দিল।
পরিচালক জানান, গল্পের প্রয়োজনে আরো কয়েকজন বড় শিল্পীর দরকার হবে। সেখানে চিত্রনায়িকা মৌসুমীও থাকতে পারেন। তার সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। নতুন বছরের শুরু থেকেই সিনেমাটির শুটিং শুরু করব।
বিডি প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৭/ফারজানা