ছোলেমা খাতুন ওরফে সাদিয়া আক্তার তমা। বি গ্রেড বাংলা সিনেমার, সি গ্রেড নায়িকা। প্রধান শখ : বিয়ে করা। উদ্দেশ্য : বিনোদন ও প্রতারনা। হাতিয়ার : মামলা আর দেনমোহর।
এখন পর্যন্ত যার বিবাহিত স্বামীর সংখ্যা ২০ জন। তমার এ প্রতারণার কাহিনী উঠে এসেছে বেসরকারি স্যাচেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের অনুসন্ধানী টিম আন্ডারকভারের ক্যামেরায়। ২৯তম এ পর্বের নাম 'এক ফুল ২০ মালি'।
টিম আন্ডারকভারকে তমার দ্বিতীয় স্বামী স্বপন শেখ বলেন, ২০০০ সাল থেকে আমাদের পরিচয়। গার্মেন্টস থেকে। তারপর আমরা বিয়ে করি ২০০৯ সালে।২০১৩ পর্যন্ত আমরা ভালই ছিলাম। ২০১৩ থেকে সে মাঝে-মাঝে উধাও হয়ে যেত। ২০১৬ তেও সে উধাও। ২০১৬ সালে আমি তার নামে একটা মামলা করি। বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে দেখেছি সে ২০টা বিয়ে করেছে। তার ১ম স্বামী সেলিম মিয়া। তাকে বিয়ে করছে আমার আগে, ২০০১ সালে। তারপর আমার সাথে বিয়ে হইলো ২০০৯ সালে। তখনতো সে আর কুমারী না।সে কুমারী লেখছে। অনেক বিয়ে সে ৩ দিনের জন্য করছে। আমার বাসার সব কিছু নিয়েই সে উধাও হয়ে গেছে। সব কিছু নিয়ে প্রায় ১০ লক্ষ টাকা।
সাদিয়া আক্তার তমা’র আরেক স্বামী আব্দুর রহিম মিঠু বলেন, আমাকে এক প্রকার জিম্মি করে এটা করা হয়েছে।আর্থিকভাবে, মানহানিভাবে, মানসিকভাবে ক্ষতিগ্রস্থ। দুইটা মামলা করছে। প্রায় দেড় মাস জেলে ছিলাম।
বিডি প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৭/ফারজানা